ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ৫, ২০১৬
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের মানবন্টন আগের মতো বহাল রাখার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার শিক্ষার্থীরা।

বুধবার (০৫ অক্টোবর) দুপুরে সাতপাই এলাকায় মাদ্রাসার সামনে কলেজ রোডে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন-মাদ্রাসায় অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, নূরে আলম ছিদ্দিক, আলতাব হোসেন, মাহফুজুল হক ও প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মঙ্গলার্থে সার্বিক দিক বিবেচনা করে শিক্ষামন্ত্রীর দাবি নিশ্চয় পূরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।