ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, অক্টোবর ৩, ২০১৬
 খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা: অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় নগরীর শিববাড়ির মোড়ে খুলনা ছাত্র সমাজ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।


 
সংগঠনের মুখপাত্র কাজী ফাহিম আল ফায়েদের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন আব্দুল আল সিফাত।

খুলনা জিলা স্কুল, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল, সেন্ট যোসেফ স্কুলসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।
 
তাদের অভিযোগ সৃজনশীল প্রশ্নের আধিক্যের কারণে পরীক্ষায় নানামুখী জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে। প্রশ্নপত্রে সৃজনশীল প্রশ্ন কমানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
 
তারা বলেন, অতিরিক্ত সৃজনশীলে আমরা পরীক্ষায় খারাপ করবো। এতে আমাদের ক্যারিয়ার নষ্ট হতে পারে। আমরা ছাত্র আমরা টেবিলে ফিরে যেতে চাই। আন্দোলন করতে চাই না।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।