ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

খুবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ দিন রোববার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, অক্টোবর ১, ২০১৬
খুবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ দিন রোববার

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার শেষ দিন রোববার (০২ অক্টোবর)।

রোববার বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন পূর্বের নিয়মানুযায়ী দাখিল করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bdএবং ku.cloudonebd.com এ পাওয়া যাবে।

এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় যোগাযোগ করে জানা যাবে।

উল্লেখ্য, আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর ২০১৬ খ্রি. তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (০১ অক্টোবর) দুপুরে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।