ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮শ' ২৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৫০ শিক্ষার্থী। এর মধ্যে প্রায় শতভাগ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পোশাক বা ড্রেসকোড নিয়ে বেশ কড়াকড়ি দেখা গেলেও অন্য কেন্দ্রগুলোতে বেশ ঢিলেঢালাভাবেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ডিআর/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।