ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবির ফারসি বিভাগে নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ঢাবির ফারসি বিভাগে নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার’ ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) উপাচার্যের দফতরে এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সবুর খানসহ বিভাগীয় শিক্ষক ও দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি অথবা অ্যাওয়ার্ড দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসকেবি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।