ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ, হল ছাড়ার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, সেপ্টেম্বর ২৫, ২০১৬
নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ, হল ছাড়ার নির্দেশ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের জেরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল সজল কান্তি দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ রোববার সকালে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এসময় শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে কলেজের উপাধ্যক্ষকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬, আপডেট: ১৬১০
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।