ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে সিকৃবি ভিসির অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, সেপ্টেম্বর ২৪, ২০১৬
প্রধানমন্ত্রীকে সিকৃবি ভিসির অভিনন্দন

সিলেট: এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তার বিষয়টি জানানো হয়।

অভিনন্দন বার্তায় ভাইস চ্যান্সেলর বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সব প্রতিবন্ধকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের অভূতপূর্ব অগ্রযাত্রার যে প্রশংসা করছে তাতে আমরা সবাই গর্বিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়‍ু কামনা করে সিকৃবি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এনইউ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।