ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, সেপ্টেম্বর ২৩, ২০১৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিট অর্থাৎ কলা অনুষদের ২০১৬-১৭ সেশনের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের মোট ১৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


 
এবার কলা অনুষদের মোট ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২২৫ জন পরীক্ষা দিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জবি প্রশাসন। প্রতিটি কেন্দ্রে শরীর তল্লাশির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হয়। এছাড়া পরীক্ষার্থীদের কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পাশাপাশি পরীক্ষার জন্য অভিভাবকদের ভিড় কেন্দ্রগুলোর চারপাশে। এতে কেন্দ্রগুলোর আশপাশে যান চলাচলও শিথিল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
ডিআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।