ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবি’র ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার   

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, সেপ্টেম্বর ২৩, ২০১৬
ঢাবি’র ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার     

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার (২৪ সেপ্টেম্বর)।  

এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


 
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ইউনিটের ১৩৫টি আসনে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন। চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।