ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার খুলছে শেকৃবি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, সেপ্টেম্বর ১৮, ২০১৬
মঙ্গলবার খুলছে শেকৃবি

ঢাকা: ঈদুল আজহার টানা ১৩ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) খুলছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পদচারণায় ফের মুখরিত হয়ে ওঠছে আবাসিক হলগুলো।

তবে আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিন এখনও চালু না হওয়ায় বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।