ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় ‘জিপিএ-৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, সেপ্টেম্বর ১৮, ২০১৬
বগুড়ায় ‘জিপিএ-৫’  প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া: বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের উদ্যোগে ২০১৬ সালের ‌এইচএসসি পরীক্ষায় ‘জিপিএ-৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার (এসপি) ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ এপিবিএন’র সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল লতিফ।

এছাড়া কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রভাষক নূর-ই আলম সিদ্দিকী উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে ‘এইচএসসি’ পরীক্ষায় ‘জিপিএ-৫’ প্রাপ্ত ১৪৬ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রহিম পিপিএম।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬

 

এমবিএইচ/এসআরএস/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।