ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি ফরহাদ, সম্পাদক মাহমুদ

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, সেপ্টেম্বর ১৮, ২০১৬
ঢাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি ফরহাদ, সম্পাদক মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৬ এর সভাপতি হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিনের ফররুখ মাহমুদ নির্বাচিত হয়েছেন।
 
রোববার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে সমিতির কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার শরিফুজ্জামান পিন্টুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।


 
নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বাকিরা হলেন- সহ-সভাপতি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বনিক বার্তার সাইফ সুজন, দফতর সম্পাদক দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন, অর্থ সম্পাদক ঢাকা ট্রিবিউনের আরিফ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক করতোয়ার মোতাসিম বিল্লাহ, বৈশাখী টেলিভিশনের মুহাম্মদ ইব্রাহিম মল্লিক সুজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের ইরফান এইচ সায়েম।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এসকেবি/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।