ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার থেকে ইবিতে ঈদের ছুটি শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, সেপ্টেম্বর ৫, ২০১৬
মঙ্গলবার থেকে ইবিতে ঈদের ছুটি শুরু

ইবি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) থেকে ১৩ দিনের ছুটি শুরু হচ্ছে।

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে আবাসিক হল প্রভোস্ট কাউন্সিল।

ছুটি শেষে ২০ সেপ্টেম্বর সকাল ৯টায় আবাসিক হল ও পরিদন থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন  ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

ইবির প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ছুটিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।