ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, সেপ্টেম্বর ৪, ২০১৬
যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

রাবি: যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদ জানানো হয়।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ও আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ সন্তোষ প্রকাশ করছে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রগতিশীল শিক্ষক সমাজ যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।