ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

এনসিএমআইসি’র সঙ্গে কানাডিয়ান ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ১, ২০১৬
এনসিএমআইসি’র সঙ্গে কানাডিয়ান ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডের নর্থ চিয়াং মাই ইন্টারন্যশনাল কলেজ, চিয়াং মাই ইউনিভার্সিটি (এনসিএমআইসি) ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সিইউবি থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে শিক্ষার্থীরা এখন থেকে সিউবিতে দুই বছর পড়াশুনা করে পরবর্তী দুই বছর এনসিএমআইসি’তে পড়াশুনা করতে পারবেন। সেই সঙ্গে ইন্টার্নশিপ শেষে তারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের ওপর ডিগ্রি অর্জন করবে যা চিয়াং মাই ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।