ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি কর্মকর্তাকে শোকজ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, আগস্ট ৩১, ২০১৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি কর্মকর্তাকে শোকজ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শারীরিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় কার্যালয় সমিতিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে কার্যালয় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাবুল বলেন, প্রায় এক সপ্তাহের বেশি আমাদের অফিসার সমিতির অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি আমরা সমিতির কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করি।

এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সংশোধনী নীতিমালা প্রকাশ না করার অভিযোগ তুলে সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এসএম সাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এএটি/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।