ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

অপ্রিয় হলেও সত্য কথা বলতেন হুমায়ুন আজাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, আগস্ট ২৯, ২০১৬
অপ্রিয় হলেও সত্য কথা বলতেন হুমায়ুন আজাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: অপ্রিয় হলেও স্পষ্টভাষী অধ্যাপক  হুমায়ুন আজাদ সত্য কথাটি বলতেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার ( ২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ( টিএসসি) মিলনায়তনে বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হুমায়ুন আজাদ ফাউন্ডেশন যৌথভাবে এ সভঅর আয়োজন করে।

উপাচার্য ড. আরেফিন সিদ্দিক বলেন, অধ্যাপক ড. হুমায়ুন আজাদ অত্যন্ত সংবেদনশীল ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন। তিনি বলতেন জামায়াত-শিবির চক্র একদিন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এখন সে আলামত দেখা যাচ্ছে।

ফাউন্ডেশনের সভাপতি মো. সাজ্জাদ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ কবির, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা, ৭১ টিভির  প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।