ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, আগস্ট ২২, ২০১৬
জাবিসাসের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) আয়োজন করেছে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (২২ আগস্ট) সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, নতুন সাংবাদিক তৈরি ও ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সাংবাদিক সমিতির পক্ষ থেকে দুই মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছি। আগামী ২৫ আগস্ট (শুক্রবার) থেকে কর্মশালা শুরু হবে।

যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।