ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিসহ ৪ জনের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, আগস্ট ১৮, ২০১৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিসহ ৪ জনের পদত্যাগ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিসহ চারজন সমিতির বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তাদের পদত্যাগের সু-নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

সমিতির সভাপতির পদত্যাগকারী আরিফ হোসেনের দাবি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তারা।

পদত্যাগকারী অন্য শিক্ষক নেতারা হলেন-সমিতির সহ-সভাপতি জ্যোতির্ময় বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন চন্দ্র পাল ও অসীম কুমার নন্দী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হাসিনুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুম হোসেন জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় তারা পদত্যাগ করেন।

উল্লেখ্য, রাজনৈতিক কারণে শিক্ষক সমিতির গত নির্বাচনে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুম হোসেন। এরপর থেকে শিক্ষকদের মধ্যে গ্রুপিং শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।