ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, আগস্ট ১৮, ২০১৬
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯

কুমিল্লা: কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৪.৪৯। পাসের ক্ষেত্রে মেয়েরা কিছুটা এগিয়ে রয়েছে।

গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। গত বছর এই হার ছিল ৫৯.৮০।  

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে সারাদেশে একযোগে এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।  

এবার এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ নয় হাজার ৭৬০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ আট হাজার ৩৭৩ জন। এদের মধ্যে ছেলে ৫৩ হাজার ১২১ জন ও মেয়ে ৫৫ হাজার ২৫২ জন। পাস করেছে মোট ৬৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৩৩ হাজার ৯৯৬ জন ছেলে ও ৩৫ হাজার ৮৯৯ জন মেয়ে। পাসের হারের দিক থেকে ছেলেদের পাসের হার ৬৪.০০ এবং মেয়েদের পাসের হার ৬৪.৯৭।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।