ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জবি’র নতুন তিন বিভাগে চেয়ারম্যান নিয়োগ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, আগস্ট ১৪, ২০১৬
জবি’র নতুন তিন বিভাগে চেয়ারম্যান নিয়োগ

জবি: জগন্ন‍াথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হওয়া নতুন তিনটি বিভাগে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ভিন্ন ভিন্ন বিভাগ থেকে প্রেষণে নতুন তিন বিভাগে তাদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন এ তিন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

রোববার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৪ আগস্ট) থেকে বিভাগগুলোতে প্রেষণে কর্মরত অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসাকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের এবং সহযোগী অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসনকে ল্যান্ড ল’ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

গত ৮ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এ তিনটি বিভাগ খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।