ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দিলো ইউল্যাব

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, আগস্ট ১৩, ২০১৬
কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দিলো ইউল্যাব

ঢাকা: বিভিন্ন সিমেস্টারে সেরা ফলের জন্য কৃতি শিক্ষার্থীদের ‘ভাইস চ্যান্সেলর অনার্স লিস্ট স্কলারশিপ’ ও ‘ডিন অনার্স লিস্ট স্কলারশিপ’ দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

শনিবার (১৩ আগস্ট) ইউল্যাব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন কর‍া হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্প্রিং, সামার, ফল ২০১৫ এবং স্প্রিং ২০১৬  সিমেস্টারে পড়ালেখায় অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ৪৭ জন শিক্ষার্থীর হাতে তিনি সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে তাদের শিক্ষা প্রয়োগ করে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্তরা বিনামূল্যে এ কয়টি সিমেস্টারে পড়ার সুযোগ পাবে।

ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য জুদিথা ওলমাখার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক জহিরুল হক, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম প্রমুখ।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।