ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

হলের দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, আগস্ট ৩, ২০১৬
হলের দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

জবি: হলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (০৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে মানববন্ধন শুরু হয়।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে অংশ নেওয়া বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রিয়াদ বলেন, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও হলে থাকতে পারছিনা। মেসে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

অপু নামের অপর শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পারলে আমাদের পাশে থাকবেন, এমনটি বিশ্বাস করি।

জানা যায়, দুই বছর আগে নাজিমুদ্দিন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার আবেদন করেছিল জবি প্রশাসন। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় কারাগার পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পর কারাগারের আগের স্থানে জাদুঘর, পার্ক ও শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার ফলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে জমিটি আর পাচ্ছেনা দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।