ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, মে ৩, ২০১৬
বরিশালে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বরিশাল: বরিশালে নার্সিং কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চারটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এরআগে সোমবার সকালে একটি দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।

বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অরগানাইজেশন রবিশাল শাখার তথ্য ও যোগাযোগ সম্পাদক মিলন কুমার দাস বাংলানিউজকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তাই আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনে যাবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ০৩, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।