ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে ২৯ শূন্য আসনে ভর্তি ১৩ এপ্রিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, এপ্রিল ৯, ২০১৬
জাবিতে ২৯ শূন্য আসনে ভর্তি ১৩ এপ্রিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২৯টি শূন্য আসনে ভর্তি আগামী ১৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে।

 

শনিবার (৯ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী (১১ এপ্রিল) সব ইউনিটের শূন্য আসন সমূহের তালিকা ইউনিট অফিস, বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া আগামী ১৩ এপ্রিল দুপুর ১২টায় স্ব-শরীরে উপস্থিত (শুধুমাত্র ৮ এপ্রিল আবেদনপত্র জমাদানকারী) ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি করানো হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বমোট ২৯ টি আসন শূন্য রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।