ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

যবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, মার্চ ২৮, ২০১৬
যবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



নির্বাচনে সহকারী রেজিস্ট্রার ইমদাদ হোসেন ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী পান ১৮ ভোট।

এছাড়া টেকনিক্যাল অফিসার (গ্রেড-১) হোলালুল ইসলাম ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত  হয়েছেন।   তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেকশন অফিসার (গ্রেড-২) এটিএম কামরুজ্জামান পান ১৯ ভোট।

‍অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি পদে স্বপন কুমার বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক শাহেদ রেজা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক হায়াতুজ্জামান মুকুল, অর্থ সম্পাদক রাজু আহম্মেদ, নির্বাহী সদস্য পরিতোষ কুমার বিশ্বাস, ডা. দীপক কুমার মন্ডল এবং নাজমুস সাকিব।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।