ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবি’তে বিএনসিসি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, মার্চ ২৩, ২০১৬
শাবিপ্রবি’তে বিএনসিসি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি) প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে এ উপলক্ষে শাবিপ্রবি বিএনসিসি’র পক্ষ থেকে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে।

র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সেন্টারে গিয়ে শেষ হয়।

এরপর বিশ্ববিদ্যালয় সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন- শাবিপ্রবি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার এবং শাবিপ্রবি বিএনসিসি অফিস প্রধান লেফট্যানেন্ট ড. আশ্রাফুল করিম।

অনুষ্ঠানে ক্যাডেট খুশবুকে সিইউও ব্যাজ ও ক্যাডেট নাসির উদ্দীনকে সার্জেন্ট ব্যাজ পরিয়ে দেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।