ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, মার্চ ৮, ২০১৬
বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির গাজীপুর জেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) সমিতির এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানানো হয়।



রোববার অনুষ্ঠিত সভায় গাজীপুর জেলা শাখার সভাপতি ও ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নেকবর হোসাইন।

এ সময় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুকমল সেন, সদস্য মো. আক্তারুজ্জামান, মোল্লা মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, দুলাল চন্দ্র কর্মকার, মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা তিনটি স্তরে বিভক্ত করে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

পাশাপাশি সরকারের কাছে দেশের প্রায় ৪৬৫টি বেসরকারি কলেজে প্রায় ১০ হাজার শিক্ষককের এমপিও ভুক্তিরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।