ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে এসএনইসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, মার্চ ২, ২০১৬
জাবিতে এসএনইসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অটিস্টিক শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের (এসএনইসি) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।



ফারজানা ইসলাম বলেন, এই শিশুরা আমাদের আপনজন। তাদের প্রতি আমাদের বেশি যত্নবান হওয়া উচিত। স্কুল পরিচালনায় আমরা গত অর্থবছর থেকে বরাদ্দ দেওয়া শুরু করেছি। যা অব্যাহত থাকবে।

এসএনইসির অনারারি পরিচালক অধ্যাপক মুহম্মদ হানিফ আলীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালযর উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খয়ের, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা প্রমুখ।

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০০৯ সালের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের দু’টি কক্ষ নিয়ে বিশেষায়িত স্কুলটি যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।