ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ

কুবি বঙ্গবন্ধু পরিষদে সভাপতি রবি-সম্পাদক ওমর

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
কুবি বঙ্গবন্ধু পরিষদে সভাপতি রবি-সম্পাদক ওমর সভাপতি এন.এম রবিউল আউয়াল চৌধুরী ও সাধারণ সম্পাদক রভাষক কাজী ওমর সিদ্দিকী রানা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন.এম রবিউল আউয়াল চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক কাজী ওমর সিদ্দিকী রানা।



রোববার (১৪ ফেব্রুয়ারি ) পঞ্চম কার্যনির্বাহী পরিষদের সভাপতি আইন হক ও সাধারণ সম্পাদক ড. কাজী কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

পরিষদের অন্যান্যরা হলেন- মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সহ সভাপতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শুভ ব্রত সাহা সহ সভাপতি, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহা. হাবিবুর রহমান সহ সভাপতি, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাঈনুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সাহেদুর রহমান কোষাধ্যক্ষ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক এমদাদুল হক প্রচার ও প্রকাশন সম্পাদক, রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মাদ আতিকুর রহমান শিক্ষা ও গবেষণা সম্পাদক, বাংলা বিভাগের প্রভাষক কামরুন নাহার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ক্রীড়া সম্পাদক।

কার্যকরী সদস্য হলেন, মো. আইনুল হক, ড. কাজী কামাল উদ্দিন, মো. শামসুজ্জামান মিল্কী, নাসির হোসাইন, খলিলুর রহমান, মো. ফয়সাল বিন আব্দুল আজীজ, মো. এনামুল হক, কাউসার আহমেদ পাটওয়ারী, শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার সানী।

আগামী এক বছরের জন্য এ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।