ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বোর্ডে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৪৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বোর্ডে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৪৮

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২৪৮ জন অনুপস্থিত রয়েছে।

এর মধ্যে বরিশালে ৮০ জন, ঝালকাঠিতে ২০, পিরোজপুরে ২৮, পটুয়াখালিতে ৩৭, বরগুনায় ৩৪ ও ভোলায় ৪৯ জন।



এছাড়াও ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্ক‍ার করা হয়েছে। এর মধ্যে বরিশালে ৯ জন ও ভোলায় একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছরে ১৪৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ২৪৩ জন। এর মধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী। যা গত বছর থেকে ১১ হাজার ৪৩৭ জন বেশি।

এ বছর নিয়মিত পরিক্ষার্থী ৭১ হাজার ৫৪৩ জন। বাকীদের মধ্যে জিপিএ উন্নয়নের জন্য ১৩২ ও অনিয়মিত ১০ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

বরিশাল বোর্ডের এক হাজার ৩৯০টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে মানবিক বিভাগে। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯০১ জন এবং সবচেয়ে কম বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৯৮৩ জন। অপরদিকে বাণিজ্য বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৩৫৯ জন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।