ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

টঙ্গীতে বিদ্যালয় ভাংচুর

অবশেষে প্রবেশপত্র পেল শতাধিত পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, ফেব্রুয়ারি ১, ২০১৬
অবশেষে প্রবেশপত্র পেল শতাধিত পরীক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিদ্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের পর অবশেষে প্রবেশপত্র পেল টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শতাধিক এসএসসি পরীক্ষার্থী।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়।

তবে কয়েকজন শিক্ষার্থী এখনও প্রবেশপত্র পাননি বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র না পেয়ে বিদ্যালয়ের জানালার কাচ ও আসবাবপত্র ভাংচুর করে। পরে সেগুলোয় তারা অগ্নিসংযোগও করে।

বিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, রোববার দুপুরে তাদের প্রবেশপত্র দেওয়া হয়েছে। তবে এখনও কয়েকজনকে প্রবেশপত্র পাননি।
 
বাংলাদেশ সময়: ০২১৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

** প্রবেশপত্র না পেয়ে টঙ্গীতে বিদ্যালয়ে ভাংচুর পরীক্ষার্থীদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।