ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, নভেম্বর ১১, ২০১৫
ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে নবীনবরণ

ভোলা: ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফকরুল আলম পাশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুল, সম্মানিত অতিথি হিসেবে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি কলেজের সভাপতি মইনুল হোসেন বিপ্লব, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আখতার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সজল, বালাম, পড়শি, সাগর বাউল, হৃদয় খান গান এবং মিরাক্কেল খ্যাত শশী ও রনি কৌতুক পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।