ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, নভেম্বর ৮, ২০১৫
বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে মিছিল সমাবেশ করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।



দাবির পক্ষে সাতমাথা এলাকায় একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন– জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল বর্মন,
ছাত্রনেতা মাসুকুর রহমান, আল আমিন প্রধান তারেক, ধনঞ্জয় বর্মন, শুভ বর্মন, ওসমান গণি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।