ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

সাতক্ষীরা মেডিকেল কলেজে ধর্মঘট অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, নভেম্বর ২, ২০১৫
সাতক্ষীরা মেডিকেল কলেজে ধর্মঘট অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুসহ তিন দফা দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীরা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।



মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন, মিজানুর রহমান, সাবরিন সরোয়ার, পরিন আক্তার প্রমুখ।

পরে দুপুর ১টার দিকে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৭১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।