ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, নভেম্বর ১৬, ২০১৫
ইবির ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত বি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার স্বাক্ষর করে এই ফল প্রকাশ করেন।



কলা অনুষদের ডিন ও বি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. রুহুল আমীন বলেন, প্রতিবারের মতো এবারো দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি ভর্তি কার্যক্রমও দ্রুত শেষ করতে পারবো।

রোববার সকাল সাড়ে ১১টা থেকে তিন শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত এই ফলাফল কলা অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।