ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

চবি ভর্তি পরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষ ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, অক্টোবর ২৮, ২০১৫
চবি ভর্তি পরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষ ট্রেন

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ঢাকা থেকে যাওয়ার সুবিধার্থে কমলাপুর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সুবর্না এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে।



ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বলেন, এই বিশেষ ট্রেনের সঙ্গে নিয়মিত সিডিউল ট্রেনতো থাকছেই।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর থেকে চবি ভর্তি পরীক্ষা শুরু হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.cu.ac.bd এ ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।