ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবিতে শিক্ষা সমাপনী উৎসব বুধবার থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, অক্টোবর ১৩, ২০১৫
খুবিতে শিক্ষা সমাপনী উৎসব বুধবার থেকে

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১১ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু হবে বুধবার (১৪ অক্টোবর)।

অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৯টায় আনন্দ র‌্যালি, সকাল ১১টায় কালার ফেস্ট, বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।



দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে ফরমাল প্রোগ্রাম এবং বিকেল ৪টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তৃতীয় দিন শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠান সমাপনীর দিন বিকেল ৪টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার আনন্দ র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাস ও ট্রাকযোগে ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়, নতুন রাস্তা, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এবং গল্লামারী হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।