ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, অক্টোবর ১৩, ২০১৫
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রততিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন পালন করেন।



মানববন্ধনে নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ মিলন কুমার ঘোষাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আমরা দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে আসছি। আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে আহতও হয়েছেন। শিক্ষামন্ত্রী কয়েক দফা আশ্বাস দিলেও সেটি অজ্ঞাত কারণে বাস্তবায়ন হয়নি।

বক্তারা জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ বিষয়ক পুরস্কার 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' অর্জন ও আইসিটি খাতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অভিনন্দন জানিয়ে তাকে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।

তারা বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া আরও অনেক উন্নয়ন করেছেন শিক্ষা ক্ষেত্রে। আমরা যেসব প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি সেসব প্রতিষ্ঠান নন-এমপিও অবস্থায় থাকায় আমরা সরকারের উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত থাকছি।

তারা আরও দাবি করেন, এসব সুবিধা থেকে বঞ্চিত ২০ লাখ শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারী।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএইচএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।