ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

হাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা শুরু ৩০ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, অক্টোবর ১২, ২০১৫
হাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা শুরু ৩০ নভেম্বর

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর।

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে ভর্তি  প্রক্রিয়া শুরু হয়েছে।

যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে একটি মোবাইল নম্বর  দিতে হবে। সেই মোবাইল নম্বরটিতে বিভিন্ন তথ্য SMS এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে  আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।

এবার ৮ টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫০জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরেও সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।