ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলে বগুড়ায় ছাত্রফ্রন্টের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, অক্টোবর ১, ২০১৫
মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলে বগুড়ায় ছাত্রফ্রন্টের বিক্ষোভ ছবি: আরিফ জাহান

বগুড়া: মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রনেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।



মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সাতমাথা এলাকায় সংগঠনের জেলা সভাপতি শীতল সাহার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাসদ (মার্কসবাদী) নেতা আমিনুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বনানী রায় ববি, ছাত্রনেতা তাপস রায়, নওশীন মুস্তারী সাথী, পলাশ কর্মকার, আনন্দ কুমার, ভদ্র মোহন প্রমুখ বক্তব্য রাখেন।  

সভায় বক্তারা মেডিকেল কলেজসহ বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনসহ শিক্ষার সব অধিকার সংগ্রামে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।