ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, সেপ্টেম্বর ২০, ২০১৫
ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন ছবি: আরিফ জাহান/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
 
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের সাতমাথা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী শাহাদত হোসেন, ফারহান, ফেমি সুলতানা আঁখিসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগ তুলে দ্রুত ভর্তি পরীক্ষা বাতিলের জন্য সরকারের কাছে জরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।