ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে ঈদের ছুটি শুরু রোববার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, সেপ্টেম্বর ১৭, ২০১৫
রাবিতে ঈদের ছুটি শুরু রোববার

রাবি(রাজশাহী): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছুটি ২০ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হতে যাচ্ছে। ছুটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ছুটিতে ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষসহ সব প্রশাসিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যায়ের সব কার্যক্রম যথারীতি চলবে। ছুটি চলাকালে বিশ্ববিদ্যায়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

আগামী ২১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।