ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে বহিরাগত সন্ত্রাসী ধরতে হলে তল্লাশি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, সেপ্টেম্বর ১১, ২০১৫
শাবিপ্রবিতে বহিরাগত সন্ত্রাসী ধরতে হলে তল্লাশি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে (শাবিপ্রবি) বহিরাগত সন্ত্রাসী ধরতে শাহপরাণ হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

তবে এ সময় কোনো বহিরাগতকে আটক করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক মহসিন আজিজ খান বাংলানিউজকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে হলে তল্লাশি চালানো হয়েছে। তবে এ সময় কোনো বহিরাগতকে আটক করা যায়নি।

ছাত্রলীগ কর্মী ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী  আরিফ আহমেদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি চালানো হয়।

অভিযানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, হল প্রভোস্ট অধ্যাপক মোশাররফ হোসেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের সাইদ-সবুজ-অঞ্জন গ্রুপের কর্মীদের হামলায় আহত হয়েছেন ছাত্রনেতা ইমরান খানের অনুসারী তমাল ও জোবায়ের নামে দুই ছাত্রলীগ কর্মী।

এদের মধ্যে তমালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, আমার কর্মীদের ওপর যারা হামলা করেছে, তারাই এ অভিযোগ করেছে। হামলার বিষয়টি আড়াল করতেই এটি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।