ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ভোলায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ভোলায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ভোলা: দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করেছেন ভোলার ৪টি সরকারি কলেজের শিক্ষকরা।

অষ্টম জাতীয় পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডকে চতুর্থ গ্রেড ও চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডে উন্নীত করার দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা কর্মবিরতি পালন করেন।



এতে অংশ নেন ভোলা সরকারি কলেজ, সরকারি ফজিলাতুন্নেসা কলেজ, লালমোহন শাহাবাজপুর সরকারি কলেজ ও চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষকরা।
এছাড়া প্রতিবাদ সমাবেশ করেন তারা।

বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ভোলা সরকারি ফজিলাতুন্নেসা কলেজ ইউনিটের সভাপতি ফখরুল আলম পাশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক এনায়েত উল্ল্যাহ, সহকারী অধ্যাপক শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির, ফরিদজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।