ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ময়মনসিংহের শিক্ষকেরা কর্মবিরতিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, সেপ্টেম্বর ১০, ২০১৫
ময়মনসিংহের শিক্ষকেরা কর্মবিরতিতে ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, শিক্ষা ক্যাডারের ৫ম গ্রেডকে ৪র্থ গ্রেডে এবং ৪র্থ গ্রেডকে ৩য় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহের শিক্ষকেরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আনন্দমোহন কলেজ ইউনিট বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে কর্মবিরতির পাশাপাশি সমাবেশ করেছে।

 

সমাবেশে বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. ইদ্রিস আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়ক অধ্যাপক আব্দুল মোতালেব ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক মো. আমির হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত বেতন কাঠামোতে অধ্যাপকদের জন্য সিলেকশন গ্রেড না রেখে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।