ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

উপাচার্যের অপসারণ দাবি, শিক্ষকদের কর্মবিরতি রোববার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, সেপ্টেম্বর ৩, ২০১৫
উপাচার্যের অপসারণ দাবি, শিক্ষকদের কর্মবিরতি রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলার ঘটনা ও উপাচার্যের অপসারণ ও তার বিচার দাবিতে অনশন করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা।

বৃহস্পতিবার (০৩ সেপ্টম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা উপাচার্য ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন।



এ সময় অনশনরত শিক্ষকরা রোববার (০৬ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন।

এদিকে উপাচার্য অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেট‍াম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষকদের আন্দোলনের মুখপাত্র ড. সৈয়দ সামসুল আলম বাংলানিউজকে জানান, আমাদের একটাই দাবি উপাচার্যের অপসারণ। শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে তার বিচার করার দাবি করেন। বৃহস্পতিবারের মধ্যে অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

গত ৩০ আগস্ট আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা ওই দিনের হামলার মূল হোতার পাশাপাশি যারা জড়িত তাদের সবার বিচার দাবি করছি। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।