ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির কর্মবিরতি পালন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, আগস্ট ২৩, ২০১৫
রাবি শিক্ষক সমিতির কর্মবিরতি পালন

রাবি(রাজশাহী): প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।



খোঁজ নিয়ে জানা গেছে, এসময় বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে কোনো ধরনের ক্লাস অনুষ্ঠিত হয় নি। তবে, পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বাংলানিউজকে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত প্রতি রোববার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করবে। তবে, বিভাগের পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।