ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

আশুলিয়ায় বংশী নদীতে ইউল্যাব শিক্ষার্থী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, আগস্ট ২৩, ২০১৫
আশুলিয়ায় বংশী নদীতে ইউল্যাব শিক্ষার্থী নিখোঁজ তানভীর মোর্শেদ

আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় বংশী নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন তানভীর মোর্শেদ (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এমবিএ’র এক শিক্ষার্থী।

শনিবার (২২ আগস্ট) রাতে তিনি বংশী নদীর সিন্ধুরীয়া এলাকায় নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হন।

তানভীর সাভারের ব্যাংক কলোনি এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদের ছেলে।

নুর মোহাম্মদ বাংলানিউজকে জানান, শনিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে বংশী নদীতে নৌকা ভ্রমণে যান তানভীর। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সিন্ধুরীয়া এলাকায় নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

রাতে স্বজনেরা তল্লাশির পর রোববার (২৩ আগস্ট) সকালে স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেন। ডুবুরিরা কয়েকঘণ্টা পানির নিচে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি।

এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, আশুলিয়া থানা পুলিশ বংশী নদীর সিন্ধুরীয়া এলাকা পরিদর্শন করেছে। এখনও লাশ পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।