ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, আগস্ট ১৮, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন মো. ইমরান হোসেন

সাভার: সাভারের গণবিশ্ববিদ্যালয়ে (গণবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।



এতে সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের মো. ইমরান হোসেন ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায় প্রশাসন বিভাগের জীবন খান পেয়েছেন ৮ ভোট।

এ বিষয়ে ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুলাই কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে দুইজনই সমপরিমাণ ভোট পান। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) ফের এই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।